এক চৈত্রের বিকেলে

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০১৪)

নাজনীন পলি
  • ৩০
  • ১২৪
কোন এক চৈত্রের বিকেলে আমি তার মুখোমুখি বসেছিলাম
চারিদিক নির্জন নিঃশব্দ, শুধু কয়েকটা কাক ডাকছিল কা কা কা ।
কিছু দূর সামনে দেখা যাচ্ছিলো একটা ছেলে কি যেন বলছে আর
তার মুখোমুখি মুগ্ধ নয়নে বসে আছে একটি মেয়ে ।
সেদিনের বিকেলটাকে মনে হচ্ছিলো জীবনের শ্রেষ্ঠতম বিকেল
সে আমাকে বলেছিল কখনো ভাবিনি তুমি আমার এত কাছে বসে থাকবে
আমি মৃদুস্বরে তাকে বলেছিলাম , আমাকে একটা কবিতা শোনাবে ?
সে খুব লজ্জিতভাবে বলেছিল , এই কা কা শব্দের মধ্যে কি কবিতা মনে আসে ?
তার সেই কণ্ঠস্বর শুনেই বুঝেছিলাম , সে ভীষণভাবে শোনাতে আগ্রহী ,
শুধু আমাকে আর একটু বেশী আগ্রহ দেখাতে হবে ।
আমি স্বপ্নাবিষ্ট চোখে তাকে বলেছিলাম , মনে করো আমরা আছি কোন এক নির্জন দ্বীপে
সমুদ্রের মাঝে জেগে উঠা এক নির্জন দ্বীপ , সেখানে নেই কোন কাকের কা কা
দূরের ওই ডাস্টবিন, তার সামনের কুকুরটা , গল্পে মশগুল ছেলেমেয়ে দুটো কিচ্ছু নেই ।
শুধু আছি তুমি আর আমি ।
তারপর তুমি তোমার ওই অসাধারন কণ্ঠে একে একে তিনটা কবিতা শোনালে ।
তখন মনে হচ্ছিলো সময়টা যদি এখানে থেমে যেত !
আমি অনন্তকাল ঠিক এইভাবে তার মুখমুখি বসে থাকতে পারতাম !
সেই নির্জনতা ভঙ্গ করে আমার বিশ্বাসঘাতক সেলফোনটা বেজে উঠেছিলো
মনে মনে সেলফোনের আবিস্কারককে গালি দিতে দিতে রিসিভ করলাম ,
আমার ছাত্রীর ফোন ছিল- আমাকে একটু তার বাসায় যেতে হবে।
সময়টাকে আর থামিয়ে রাখা গেল না ।
সে চলতে শুরু করল , সেই সাথে আমরা ও
সে কবেকার কথা –
এরপর আমার জীবনে কত বিকেল এলো গেল
কিন্তু সেদিনের সেই চৈত্রের বিকেলের মতো বিকেল একটিও নয় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # স্মৃতির টবে সাজানো ফুলের পাপড়ির সুবাসের মত বেশ মনোরম একটি কবিতা ।।
তাপসকিরণ রায় সুন্দর নির্জনতায় ভালবাসার মুহূর্তগুলিকে স্থির স্মৃতি করে রেখেছেন কবিতার মাঝে--যেন স্মৃতি রাখার মতই একটি কবিতা।অনেক ধন্যবাদ আপনাকে।
রোদের ছায়া সুন্দর করে একটা বিকেলকে কবিতায় বন্ধী করেছ । পাঠকের মন ছুঁয়ে যাবে নিঃসন্দেহে । খুব ভালো লাগলো।
মিলন বনিক একটি ক্ষণ..একটি বিকেল...আর সময়ের নিটোল বর্ণনাময় এক দৃর্দান্ত স্মৃতি...চমতকার কাব্য...খুব ভালো লাগলো...শুভকামনা....
নাফিসা রহমান শেষের কয়েকটা পঙতি ভীষন ভালো লেগেছে....তবে কাকের কাকা একটু বেশি শোনা যাচিছল :-)
ওয়াহিদ মামুন লাভলু তারপর তুমি তোমার ওই অসাধারন কণ্ঠে একে একে তিনটা কবিতা শোনালে । তখন মনে হচ্ছিলো সময়টা যদি এখানে থেমে যেত ! ভালবাসার অসাধারণ কথামালা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ওসমান সজীব মুগ্ধ হয়ে পড়লাম অনবদ্য কবিতা
সূর্য কিছু সময় জীবনে গেথে যায় অনন্তকালের তরে। তেমনই কিছু ভালো লাগা মূহুর্তের সাবলীলতা মুগ্ধ করলো।

০৫ অক্টোবর - ২০১২ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৫